অমর ২১ শে ফেব্রুয়ারি

  

                                            অমর ২১ শে ফেব্রুয়ারি


                         ২১ শে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস


এ কেবল নোবেল বিজয়ী বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ব্যক্তিগত অনুভূতি নয়, এ হচ্ছে সর্বকালের মানুষের চিরন্তন অনুভূতি। মাতৃদুগ্ধ যেমন শিশুর সর্বোত্তম পুষ্টি, তেমনি মাতৃভাষার মাধ্যমেই ঘটতে পারে একটি জাতির শ্রেষ্ঠ বিকাশ। মানুষের পরিচয়ের সেরা নির্ণায়ক মাতৃভাষা। মাতৃভাষা জাতি-ধর্ম-বর্ণ নির্বিশেষে সকল মানুষের এক মৌলিক সম্পদ। মা ও মাটির মতোই প্রতিটি মানুষ জন্মসূত্রে এই সম্পদের উত্তরাধিকারী হয়। ১৯৫২ সালের ২১ শে ফেব্রুয়ারিতে পূর্ব বাংলার জনগণ র*ক্তের বিনিময়ে অর্জন করেছিল সেই মাতৃভাষার মর্যাদা।বিশ্ব এই দিনটিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে স্বীকৃতি দিয়েছে। মাতৃভাষার গুরুত্ব ও মর্যাদার স্বীকৃতি এই আন্তর্জাতিক মাতৃভাষা দিবস।


                         

২১ শে ফেব্রুয়ারি, আমাদের জাতির ইতিহাসে একটি অম্লান দিন। এই দিনে বাংলা ভাষার অধিকার রক্ষায় নিরস্ত্র শিক্ষার্থীদের উপর পাকিস্তানি পুলিশের গুলি চলেছিল।

১৯৫২ সালের ২১ শে ফেব্রুয়ারি, ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে বাংলা ভাষাকে পাকিস্তানের অন্যতম রাষ্ট্রভাষা হিসেবে ঘোষণার দাবিতে শান্তিপূর্ণ মিছিলে অংশগ্রহণকারী শিক্ষার্থীদের উপর পুলিশ গুলি চালায়।

এই ঘটনায় সালাম, বরকত, রফিক, জব্বার, শফিকসহ বেশ কয়েকজন শিক্ষার্থী শহীদ হন। তাদের ত্যাগ বাংলা ভাষা আন্দোলনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এবং বাংলা ভাষাকে পূর্ব পাকিস্তানের (বর্তমান বাংলাদেশ) অন্যতম রাষ্ট্রভাষা হিসেবে স্বীকৃতি লাভে সহায়তা করে।

এই দিনটি আমাদের মনে করিয়ে দেয় ভাষার জন্য ত্যাগ স্বীকারকারী শহীদদের প্রতি কৃতজ্ঞতা।

  • ভাষা শহীদদের আদর্শ ধারণ করে আমাদের জীবনে বাংলা ভাষার ব্যবহার ও চর্চা বৃদ্ধি করতে হবে।
  • ভাষা শেখা ও শেখানোর মাধ্যমে বাংলা ভাষার প্রসার ঘটাতে হবে।
  • বাংলা ভাষার সাহিত্য, সংস্কৃতি ও ঐতিহ্যকে সমৃদ্ধ করতে হবে।

২১ শে ফেব্রুয়ারি আমাদের জাতির স্মৃতিতে চিরকাল গেঁথে থাকবে। ভাষা শহীদদের ত্যাগের স্মরণে আমাদের ভাষার প্রতি ভালোবাসা ও শ্রদ্ধা প্রদর্শন করা উচিত।

                           বাংলা আমার মাতৃ ভাষা বাংলা জন্ম ভূমি 


                                          অজিত চন্দ্র দাস

                                             কিশোরগঞ্জ ।


                    

Comments